ফ্রেমেবন্দি শৈশব লিখা: মিনা -
Kolpona mina
Published on: জুলাই 6, 2021
কোন এক গোধূলি লগ্নে বসে একা একা
শৈশবের স্মৃতিগুলো ভেসে উঠে মনের ক্যানভাসে
ইচিং বিচিং, রুমাল চুরি, কানামাছি, গোল্লাছুট আরো কতো রকমের খেলায় হারিয়ে যেতাম প্রতিদিন
পুতুল বিয়ে দেয়ার জন্য সে কি কান্না
চানাচুর আর আইসক্রিম ওয়ালাদের ঘন্টা শুনলেই শুরু হতো খাওয়ার বাহানা
সেই গোলাপী রংয়ের হাওয়াই মিঠাই আজও খুঁজে বেড়াই।
মায়ের বকুনি বাবার শাসন বারণ ভাই বোনদের সাথে দুস্টুমি একসাথে পড়তে বসা
কতো শত ভুলের কোন শাস্তি নেই
সময়ের স্রোতে আজ আবদারের জায়গাগুলো ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে
আজকাল বড্ড কষ্ট হয় সামান্যতম ভুলগুলোও অনেক বড় করে দেখা হয় সময় সব পাল্টে দিয়েছে
কালক্ষেপনে হারিয়ে গেছে আমার শৈশবকাল
আহা! সোনালী দিনগুলো সময়ের সাথে সাথে আজ ফ্রেমেবন্দি
স্মৃতিচারণ করতে গিয়ে এক চিলতে হাসির সাথে চোখের কোণে আজ শুধুই নোনাজল।

Add to favorites
620 views