স্টেরয়েড -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 18, 2019
আমি বললাম, আমি কি হাঁটতে পারি?
তুমি হাসলে এবং হাত বাড়ালে
আমি আবারো বললাম, আমি কি হাঁটতে পারি?
এবার তুমি আমাকে জড়িয়ে ধরলে
আমি তখন সম্পূর্ন অচল, একেবারেই অচল
চারপাশটায় তুমি ছাড়া হাত ধরার কেউ ছিলনা
আমি জানতাম তোমাকে বিশ্বাস করা বোকামী
বোকার মত কাজটা তবু করলাম
কেননা, ভর সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষ কচুরীপানাকে আঁকরে ধরে
কেন ধরে?
বাঁচার জন্য?
নাকি টিকে থাকার জন্য?
টিকে থাকা যাবে কিনা সে ভাবনা তখন অমূলক
মানুষ শুধু জানে তাকে তীরে ফিরতে হবে
তোমাকে আঁকরে ধরে আমার ঘুম হারিয়ে গেল
ধীরে ধীরে চোখের সামনে সব কেমন ঝাপসা লাগতে লাগল
দীঘল কালো চুলগুলো সব ঝড়ে পড়লো
অসম্ভব রকমের হতাশা নিয়ে দেখলাম,
শারীরিক ও মানসিক পরিবর্তন
তবু তোমাকে আঁকরে ধরে থাকলাম
টিকে থাকার জন্য নয়, বাঁচার লড়াইয়ে
বেঁচে আছি কিনা ঠিক জানিনা
নিঃশ্বাস চলছে, বুঝতে পারি
স্টেরয়েড-
তুমি আমাকে মুক্তি দাও।

Add to favorites
1,728 views