স্নেহের আঁচল -
Ajmery
Published on: মে 23, 2017
জন্মদানের জন্য আমি
তোমার কাছে ঋণী,
তুমি জন্মদাত্রী ,তুমি মাতা
পালয়িত্রী , তুমি আমার জননী।
কত বিনিদ্র রজনী কাটিয়েছ
আমার ক্রন্দন থামানোর তরে,
স্নেহময় প্রতিটি পদচারণ
এঁকেছ আমার শহর জুড়ে।
তোমার কায়ায় মধুমদির বাস
আঁচলখানি চাঁপাফুলে সুবাসিত,
তুচ্ছ মহীর সকল ভালোবাসা
তোমারই ভালোবাসায় প্রাণ উজ্জীবিত।
খোদার পরে তোমার স্থান
ভূলোক হবে অন্ধকার তুমিহীনা,
যেওনাকো ফেলে একলা করে
বাজিও না বিচ্ছেদের করুণ বীণা।
নাড়ীর বাঁধন যে জন্ম থেকে
দয়াময় কভুও যেন না ছিন্ন করি,
কেড়ে নিওনা স্নেহের আঁচল
আমার বেহেশত, আমার অপ্সরী।

Add to favorites
551 views