স্বপ্ন অন্তরীক্ষ ছোঁয়া। -
Farjana Shanta
Published on: জানুয়ারী 16, 2021
স্বপ্ন আমার অন্তরীক্ষ ছোঁয়া।
এযেনো পৌষ-মাঘের মৃদু হাওয়া,
অপরীতৃপ্ত হৃদের কাঙ্খিত পাওয়া।
চোঁখে চোঁখ রেখে, চঞ্চলাভূতির সর্বস্ব দেয়া-নেয়া
।
স্বপ্ন আমার অন্তরীক্ষ ছোঁয়া,
অবাক করা শশধরোস্পর্শ,
মনোকন্ঠের গান গাওয়া,
মাঝির শিল্প হাতের বৈঠা বাওয়া,
আউল-বাউলের দিব্য জ্ঞান সাধনের ক্ষণ পাওয়া।
এত অবাক করা!
স্পর্শকাতর জলস্রোতের,
স্তব্ধ খেলা,
হাস্য-নাট্যের সৌরভূমন্ডের মেলা।
স্বপ্ন আমার অন্তরীক্ষ ছোঁয়া,
অসমাপ্ত জীবনের,
আলো আধোয়া,
কল্পকাহিনির হেরে যাওয়া অজয়া।
কবে শেষ হবে এ স্বপ্নরাজের পালা??
হয়তো বা যেদিন আসবে আমার,
স্বপ্ন অন্তরীক্ষের বিদায় বেলা।

Add to favorites
715 views