স্বপ্ন কাব্যে -
আলী আহম্মেদ
Published on: ডিসেম্বর 31, 2015
স্বপ্ন উড়ে উড়ে যায় কল্পনায়
মেঘে মেঘে দৃষ্টির সীমানা ছেড়ে অচেনায়
নীল হতে আরও নীল তুমি
মেঘের দেশে বাড়ি খোজে যাই
আমি কাব্য লিখি তোমার নয়নে
তোমার নয়নের যাদুতে কাব্য ছন্দ পায়।
পাহাড়ের চূড়ায় চূড়ায় স্বপ্ন চরে
ঝর্না হয়ে অবিরত ঝরে পরে
তোমাকে ছুঁয়ে যাবার আশায়
তুমি স্রোতসিনী নদী বয়ে যাও ঠিকানাহীন
এলোকেশি তুমি কাব্যের ছন্দে ছন্দে
তোমার নাগাল কি করে পাওয়া যায়।
স্বপ্ন দেখি নিশি তে পূর্ণিমা জোছনা হয়ে পরে
কোয়াশার চাদরে ঢাকা ভেজা ভোরে
ঘুম ভাঙ্গে যেন তোমার আদরে
কাব্য হয়ে সোনালি রোদ পরে গায়
আঁখি খোলে দেখি সবই শুন্য, নিশ্চুপ
তোমার অস্তিত্ব শুধু কল্পনায়।

Add to favorites
697 views