স্বপ্ন কুড়াই -
Nancy Dewan
Published on: অক্টোবর 4, 2020
দুই হাত দিয়ে স্বপ্ন তারাই
গভীর ঘুমে মগ্ন সবাই
বুকে রঙিন সুখ
ঘুম পাড়ানি মাসিপিসি
ঘুম পাড়িয়ে দাও গো
দুই হাত দিয়ে স্বপ্ন কুড়াই
আনমনা ধ্যানে মগ্ন আমি
অদ্ভুতরে তান্ডব
কোন ঠেসা
করলো সব
দুই হাত দিয়ে
শুধুই স্বপ্ন ধরি ।
স্বপ্ন নিবি স্বপ্ন
রঙিন রঙিন স্বপ্ন
ছোট খাটো স্বপ্ন ।
তারিখ ঃ ৪-১০-২০২০

Add to favorites
582 views