স্বপ্ন পূরণ না হলে কি হয় নীলুফা বেগম -
Nilufa Begum
Published on: জানুয়ারী 31, 2018
স্বপ্ন পূরণ না হলে কি হয়
অনেক গুলো স্বপ্নের মাঝে
দুই-একটা স্বপ্ন পূরণ না হলে
কতটুকু ক্ষতি হয় একটা জীবনে!
ভূমিকম্পের ফলে কত শহর
ধ্বংস হয়ে যায়,
কত বাড়ী ভেঙ্গে গুড়িয়ে যায়
কত মানুষের জীবন প্রদিপ নিভে যায়;
তোমার দুই একটা স্বপ্ন পূরণ না হলে
এত হা-হুতোষ করার কি আছে?
একটু ভালবাসতে চেয়েছিলে
একটা গোছানো নিরাপদ সুন্দর
জীবন গড়তে চেয়েছিলে পাওনি বলে
এত দুঃখ করার কি আছে!
এই সমাজের মানুষরূপী নরখাদকগুলো
তোমাকে আজ পথে এনে দাঁড় করিয়েছে
তোমার অপরাধ তুমি নাকি
সমাজকে দুষিত করছো।
দিনের আলোয় যারা বিচার করে রায় দেয়
রাতের আঁধারে তারাই তোমার কাছে সুখ চায়
আর কেউ না জানুক তুমি তো জান
কতটুকু যন্ত্রণাময় সাগর পাড়ি দিয়ে
কূলে এসে নোঙর ফেলছ।
যুদ্ধ মহামারি কুসংস্কারের ফলে
কত স্বপ্নই তো ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়।
সেলাই মেসিনের সামনে বসে থাকা
১৪ বছরের মেয়েটা যে স্বপ্ন নিয়ে
মফস্বল শহর থেকে রাজধানীতে এসেছিল
তার স্বপ্নগুলো কি পূরণ হবে কখনো?
সবার জীবনেই স্বপ্ন থাকে
স্বপ্ন না পুরনের ব্যথা থাকে
তাই অনেকগুলো স্বপ্নের মাঝে
দুই-একটা স্বপ্ন পূরণ না হলে
সমাজ থেকে পালিয়ে চললে
সমাজ দূষণমুক্ত হয় না।
এক সমাজে তোমার ঠাঁই না হলে
অন্য কোন সমাজ তোমার আশ্রয় দেবে
একটা মানুষ তোমাকে বোকা বানালেও
অন্য কোন একজন তোমাকে কাছে টেনে নেবে।
স্বপ্নপূরণ না হওয়া কষ্টদায়ী ঝাঁপিটা
বানের জলে ভাসিয়ে দিয়ে
আনন্দের ঝাঁপিটাকে পানি থেকে ডাঙায় তোল,
একদিন তোমার পূরণ না হওয়া স্বপ্নটাই
পরিপুর্ন বাস্তব স্বপ্ন পূরণের মাঠ হয়ে উঠবে।
নভেম্বর ৪, ২০১৭।

Add to favorites
544 views