(১)
কতদিন তুমি নাই কাছে
কত কথা হৃদয় মাঝে জমা আছে
কতদিন তুমি নাই কাছে
(২)
উড়ব দুজন খগোলে
করব গল্প পরান খুলে
কান পেতে গল্প শুনবে বাতাসে
কতদিন তুমি নাই কাছে
(৩)
চাঁদ, মঙ্গল, বৃহস্পতি
যত গ্রহ
মোদের গল্প শুনবে
তারাও
সময় মোদের কেটে যাবে সুখ আবেশে
কতদিন তুমি নাই কাছে
কতদিন তুমি নাই কাছে
কত কথা হৃদয় মাঝে জমে আছে
কতদিন তুমি নাই কাছে

Add to favorites
972 views