স্বপ্ন -
Ajmery
Published on: নভেম্বর 17, 2017
মৃত্যুভয়কে দূরে ঠেলে শুভাগমন হোক আশ্বিন,
কান্নার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন চার্লিচ্যাপলিন।
ক্যালিফোর্নিয়ার ক্যাফেগুলোতে জমকালো আলোয় সাজে রাত
বেঁচে থাকার আকুল বাসনা-থালায় ওঠেনা একমুঠো ভাত।
জ্যাক-ড্যানিয়েল’স ঘিরে বুঁদ হয়ে থাকে উচ্চাভিলাষীর প্রাণ,
তেরেসার স্নেহের ছোঁয়ায় জীর্ণদেহ খুঁজে পায় কুসুমের ঘ্রাণ।
কেন তবে সব মায়া নেই বাধা একই বাহুডোরে,
মানুষ যদি সবই হবে তবে ভিন্নতা কেন হিয়া জুড়ে?
মানুষ বানিয়ে কেন মানুষের মাঝে করলেন এতো ব্যবধান!
কে আসল মানুষ? আমায় চিনিয়ে দিয়ে যান!
উপরতলা নীচতলা হয়ে যাক বিলীন এ প্রথা,
এক দুই নয়,সকলের দুঃখে সকলে পাবে ব্যথা।
আমি চাইনা কোন অশ্বথ বট,চাই কুসুমিত কানন
চিত্তের মাঝে মল্লার সুরে নিদ্রা করে নাচন।
আর স্বপ্নরূপ না হয়ে বাস্তবরূপ হয়ে ওঠুক,
শ্রাবণধারায় শিখিনীর নাচে ধরণীতলে শান্তি আসুক।
November 12

Add to favorites
511 views