স্বরবৃত্ত ছন্দ শুভ্র সাদা কাঁশফুল লিখা : মিনা -
Kolpona mina
Published on: জুলাই 6, 2021
কাশবনেতে মেঘের খেলা আবীর রাঙ্গা সন্ধ্যায়
যাবো বলে যাবো বলে দিন ফুরালো আশায়
অবশেষে অবসরে গেলাম আমি সেথায়
কাশবনে আজ মন যে হারায় সাদা মেঘের ভেলায় ।
শুভ্র সাদা কাশফুলগুলো ছুঁয়ে দিলো আমায়
কাশফুলের ঐ প্রথম পরশ আজও আমায় ভাবায়
এক ফালি মেঘ সাদা কাশফুল রেখেছিলাম মায়ায়
বহুদিন পর স্নিগ্ধ কাশবন আমার স্মৃতির পাতায় ।

Add to favorites
1,270 views