স্বাধীনতা বয়ে যাক -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 8, 2021
স্বাধীনতা বয়ে যাক অবিরত,
পঞ্চাশ থেকে শতকে আর শতক অতিক্রম করে,
সহস্রের লালগালিচায় হেঁটে অনন্তের পথে,
বহমান নদীর মতো যুগে যুগে,
প্রবাহিত বাতাসের বুকে অক্সিজেন মমতায়,
শিশুর সারল্যের অকৃত্রিম হাসির মতো,
আমাদের আষ্ঠেপৃষ্ঠে তার পদচারণা হোক,
সবুজ শ্যামল সমৃদ্ধির পশরা নিয়ে আসা,
সোনালী সময়ের অনাবিল আকুতির আকুলতায়,
গাছের পাতার বুকে চুইয়ে পড়া বৃষ্টির ধারা হয়ে,
তুমি এসো হে সুন্দর স্বাধীনতা,
আমরা জানালার গ্রীল ধরে উপভোগে মত্ত থাকি,
একটি ফলপ্রসূ স্বপ্নের অবিরত স্রোতধারা,
জারি সারি বাউল আর লালনের দৃঢ়তায় তুমি,
সুরের ঝংকার নিয়ে বয়ে চলো নিরবধি,
অনন্ত,তোমার সীমাহীন গ্যালাক্সী বুকে-অনন্তকাল,
অমোচনীয় আঠার লালিত লাবণ্যে,
অফুরন্ত আকাঙ্খার দুর্বিনীত আকুতি নিয়ে,
পথে প্রান্তরে বয়ে যাক আমাদের স্বাধের স্বাধীনতা,
সেই রক্ত নদী আর বুলেটের বৈঠাকে সাক্ষী রেখে,
তুমি বয়ে যাও আমাদের বেঁধে,
তোমার ফাল্গুনী ফল্গুধারার বিশুদ্ধ মমতায়,
কালে কালে-কালোতীর্ণ কবির অমর কবিতায় ।
##
(স্বাধীনতার পঞ্চাশ বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা)

Add to favorites
484 views