স্বাধীনতা -
পেন্সিলে আকা পরী
Published on: মার্চ 25, 2017
অকস্মাৎ চারিদিকে যুদ্ধের দামামা!
এতদিনের মুজলুমরা সব ফুঁসে উঠেছে;
প্রতিজ্ঞাবদ্ধ বজ্রমুষ্ঠি,বুকে দুর্বার সঞ্চিত সাহস সকলের
স্বাধীনতা চাই স্বাধীনতা
পরাধীনের অধীন থেকে বেড়িয়ে চাই স্বকীয়তা আপন অস্তিত্বে বাস করবার!
অতঃপর শান্ত হলো পৃথিবী,
গাছে গাছে পাখিরা গেয়ে শোনালো বিজয়ী গান।
লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে পাওয়া
সবুজ ভূখন্ডে লাল টকটকে স্বাধীনতা!
গল্পের শেষটুকু এমনটা হলেই বুঝি বেশ হতো ;
মাঠ ভরা সোনালী শীষের প্রতিটি দানায় কৃষকের স্বপ্ন,বিরহী প্রেমে আকুল রাখালের বাঁশীর সুর,অথবা কৃষ্ণচূড়ার শাখার ফাঁকে দেখে নেয়া শহুরে যান্ত্রিকতার বিপরীতে ভোরের সূর্যোদয়।
মা,মাটি,দেশের কি অপূর্ব মেলবন্ধন;
গল্পের রেশটুকু এতটুকুতেই বুঝি বেশ ছিলো
কিন্তু সত্যিটা কি তাই?
ভীনদেশী শত্রুর হাত থেকে শতো নারীর সম্ভ্রমের বিনিময়ে কিনে নেয়া স্বাধীনতা কি আদৌ মুক্তি পেলো!
ভিটে হারা সহস্র নিপীড়িতের অসহায়ত্বের বিনিময়ে যে স্বাধীনতা,
আমার ভাইয়ের রক্তের দাম দিয়ে কিনেছিলাম যে স্বাধীনতা তার বাস কোথায়?
এখনও প্রকাশ্য দিবালোকে আমাকে উলঙ্গ করে উন্মাদনায় বিভোর আমারই স্বজাতিয় ভাইসব!
এখনও পুরু গোঁফ পাকিয়ে জাহিরকৃত পুরুষত্বে আমার শরীরময় আঁচর কাটে দেশীয় হায়না,
তনু,মিতুরা খুন হয়ে পড়ে থাকে মাঝপথে অমিমাংসিত রহস্য হয়ে;
এখনও বলির পাঠা হয়ে থাকে গনতন্ত্র রাজনৈতীক চাটুকারে।
স্বাধীনতা আহ স্বাধীনতা!
স্বাধীনতা,কোথায় তুমি?
যে জননীর জঠর হতে প্রবল উচ্ছাসে হাত পা নেড়ে সমগ্র পৃথিবীকে বিজয়ী হুংকারে আপন অস্তিত্ব জানান দিয়ে তুমি এসেছিলে,
অপমানে,লাঞ্চনায় আক্রান্ত হতে হতে কোন দেয়ালে গিয়ে ঠেকেছে পিঠ তোমার!
স্বাধীনতা বড় আকাঙ্খার,বড্ড প্রিয় তুমি হে স্বাধীনতা;
শোকে স্তব্ধ তুমি তোমার মলিনতায়,যন্ত্রনায় কাতর আমিও তুমিহীনতায়।
তোমার অনাদরে আবারও শঙ্কিত বিশ্বব্রহ্মাণ্ড!
আবারও ফুঁসছে সাগরের জল প্রলয়ঙ্ককরী এক জলোচ্ছাসে সকলকিছু ডোবাবে বলে;
প্রস্তুত আমিও পরিহীত যুদ্ধের সাজপোশাকে।
স্বাধীনতা!
তোমাকে ফেরাতে আরো একবার দারস্থ হবো যুদ্ধের
হাতে তুলে নেবে মজুরেরা হাতুরী,গাইতী আর সাবল;
এ পৃথিবীকে তোমার বসবাসযোগ্য করে যাবো হে স্বাধীনতা।
জয়ন্মোত্ত উৎসবে মুখরিত হবে আরো একবার এই ধরিত্রী,
রাজপথে মিছিল হবে বিজয়ী,পৃথিবীকে জানানো হবে আজ থেকে মুক্ত আমাদের স্বাধীনতা।
আর কোনো পঙ্কিলতায় কালো হবেনা লাল সবুজের পতাকা।
জয়োধ্বনী হবে আকাশে-বাতাসে,
আমাদের স্বাধীনতা প্রকৃতই স্বাধীন হবে।

Add to favorites
648 views