স্বার্থপর -
পেন্সিলে আকা পরী
Published on: মার্চ 17, 2017
বেশ, তাহলে এসো আজ নিজেদের কথা বলি ;
যারা ধ্বংস চায় তারা আপাদমস্তক শত্রুতার জেরে ধ্বংস হয়ে যাক,
বিস্তৃত হোক আমাদের যাবতীয় আকুলতা
সংকীর্ণমনা সমাজপতিদের মাথায় কাঁঠাল ভেঙ্গে
তুমি আমি গড়ে তুলি যুগপৎ জীবনব্যাবস্থা।
এসো,ভুলে যাই আমাদের দূরত্বগুলোকে
ভুলে যাই আকাশছোঁয়া দালানবাড়ির ছাদে বসে একলা ভাবা সেই মুহূর্তগুলো!
ভুলে যাই জানালার কার্নিশে বসে থাকা একলা চড়ুই ;
যে সমুদ্রের পাড় ধরে আমরা হেঁটেছি ভিন্ন সময়ে স্রোতের প্রতিকূলতায়,
তাকে কল্পনার চাদরে আপন রঙ্গে তুলে ধরি ভালোবাসার ক্যানভাসে।
এঁকে দেই একই ফ্রেমে তাদের যুগলবন্দী করে।
ভেবে নেই দু’জনে দুজনার পাশেই ছিলাম সেই অনাদীকাল থেকে!
এসো আজ সমগ্র বাস্তব পঙ্কিলতাকে পাশে রেখে শুধু নিজেদের কথা বলি
আমার বুকে রাখো মাথা,বন্ধ করো চোখ ;
তোমার সিঁথিতে আমি রাখি চিবুক,
তোমার খোঁচা খোঁচা দাড়িভর্তি গালে হাত বুলিয়ে মৃদু লজ্বায় উদ্ভাসিত হোক আমার ঠোঁট।
জানি অসম ইচ্ছার রোষানলে পুড়ে খাঁক হবে সভ্যতা!
ভাঙ্গবে দেবালয়,ছাই হবে মজা পুস্কুরিনীর পাড়ে নোয়ানো বাঁশবন ;
তবু উঠোনে ছোপ ছোপ শুকোনো রক্তের দাগ,দগ্ধ ঘরের চালা পেড়িয়ে এসে কাশবনে হাতে হাত রেখে আঁচল ওড়াই।

Add to favorites
783 views