হঠাৎ করে -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 22, 2015
হঠাৎ করে
আসাদুজ্জামান শাওন
——————————
হঠাৎ করে তোমায় ভেবে কান্না পায় গো মনে,
কাঁদি আমি একলা মনে শুধু তোমায় ভেবে।
অশ্রু জমে চোখের কোণে ব্যথা জমে হৃদয়ে,
একবার আসো প্রিয় তুমি নাও গো তোমার করে।
অশ্রুগুলো শুকায় গো আজ নিম্ন কষ্ট চাপে,
ব্যথাগুলো আটকে থাকে চার দেয়ালের মাঝে।
কষ্ট আমার পড়ে থাকে গো ধূসর নীল খামে,
অদ্ভুদ লেখা শব্দগুলো নিঃস্ব হয়ে কাঁদে।
একা আমি শূন্য পথে হাঁটি অজানাতে,
তোমায় বন্ধু পাবো আমি এই বিশ্বাস মনে।
ক্লান্ত আমি ছুটে চলি তোমারই মানচিত্রে,
সীমারেখা হবো আমি তোমার হৃদয় জুড়ে।
ওগো তুমি চলে এসো হাতটি ধরো তবে,
ভালোবাসায় সিক্ত হবো ভেসে যাবো দূরে।
শিশির ভেজা পথে দু’জন হাতটি ধরে হেঁটে,
অজানাতে যাবো দু’জন চুপটি করে দূরে।
ওগো তুমি কোন অজানাতে হারালে দূরে,
একা আমি শূন্য চোখে নদীর তীরে বসে।
হয়ত তুমি আসবে জানি ডিঙ্গি তরী চড়ে,
বসে থাকি নদী পাড়ে শূন্য হৃদয় মনে।
ছন্দঃ-স্বরবৃত্ত

Add to favorites
1,430 views