হাবলু -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 30, 2015
হাবলু নাম তার
ছিঁড়া জামা কবেকার
জুতোর ফিতে গিয়েছে ছিঁড়ে।
সোয়াসের ধুলি গা’য়
ঝটলা চুলে উকুন ছায়
বই খাতা হাতে স্কুলে ভিরে।
পড়াশুনায় ভাল জেনে
মাষ্টর মশাই ডেকে বলে
হাবলু তুই বড় হবি একদিন।
জ্বলে উঠে মুখ খানি
মিশে যায় সব গ্লানি
এ আশায় বেড়ে উঠে দিন দিন।
সাহেবের ছেলে বলে
হতচ্ছড়া ফকির তুই
দাঁতে তোর এক মন ময়দা।
নত শির হাবলু
মুখ বুঝে নিরব রয়
নেই যে তার বাপের কোন পাক-পেয়াদা।
বাড়ী ফিরে বই ছুড়ে
হাবলু ছুটে বাস্তবপুরে
ইট ভেঙে মায়ের মুখে দেয় অন্ন।
অসুদ কিনে বাবার পাশে
রাতভর জেগে থাকে
মা বলে হাবলু তুই ভিন্ন।
পাড়ার ছেলেরা যায়
হা ডু ডু গোল্লা মাঠে
হাবলু রাধে ঘরে ফিরে ভাত।
শৈশব রয়ে যায়
নির্মম দুঃখ হয়ে
শরীরের ব্যাথায় কাটে রাত।
এমনি করে স্বপ্ন দেখে
ইট পাথরে আনন্দ মেখে
অফিসার হবে হাবলু একদিন।
তাইতো হাবলু কুপি জেলে
দিনরাত চোখের জলে
অদম্য সাধনে মাতে প্রতিদিন।

Add to favorites
2,140 views