হারিয়ে যেও অতীত ##মিনা -
Kolpona mina
Published on: মে 30, 2020
কিছু অতীত তিক্ত ভীষন
ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুর মতো ঝরে পড়া অতীতের সাথে আজও একা একা নিষ্ঠুর কথোপকথন
বৃষ্টির শব্দেও মিশে গেছে এই অতীত
কখনও ভিজিয়ে দেয় দু’ নয়ন।
অতীত তুমি ভীষণ রকমের তিক্ত ছড়িয়ে পরো শরীরের শিরা উপশিরায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে তোমার উপলব্ধি আমার বর্তমান অনুভূতিকে নিয়ে যায় অন্ধকার জগতে
অতীত তুমি ঝাপসা হয়ে যাওয়া ধূসর স্মৃতি
তুমি জীবন থেকে হারিয়ে যাওয়া এক ব্যর্থ ইতিহাস।
অতীত তুমি ভুলে যেও আমায়
ভুল করে আবার চলে এসোনা আমার মনের আঙিনায়
প্রিয় অতীত হৃদয়ে আজ ভীষণ খরা
তোমাকে হৃদয়ে রাখার মতো জায়গা নেই
বিষাদ লাগে তোমায় অতীত তুমি আজ অনুভবহীন
কোনো এক পড়ন্ত অপরাহ্নে তুমি আর এসোনা
বিস্মৃতির অতল গহ্বরে তুমি হারিয়ে যেও অতীত।

Add to favorites
2,620 views