হৃদয়ে স্বাধীনতা। _____রুপক চৌধুরী। -
রুপক চৌধুরী
Published on: ডিসেম্বর 24, 2015
রাতভর টুপটাপ সুরে ঝরে,
উষাকালে পরিপূর্ণ হওয়া খেজুর রসের
ভৃঙ্গারে,
চুমোর আল্পনা রাঙ্গায় যে খন্জনা
তার হৃদয়ে স্বাধীনতা দেখেছি।
খাঁচায় বন্দি বিহঙ্গের হৃদয়ে দেখেছি
স্বাধীনতা
ভালো করে জানে সে,এ বন্দীদশা
শুধুই তার মেকী পরাধীনতা।
অগ্রহায়েন ধানকাটা ক্ষেতে,
নির্ভয়ে চন্দনারা খুজে নেয় নীবার,
আজ আর কেউ নেই অপরুপা,
শস্য ফুলের হাসি কাড়িবার,
যেখানে মধুকর খেলাকরে মধুসনে
আনমনে,
পাশদিয়ে বয়ে যায় বাংলার নদী,
ইচ্ছেমত ভাঙ্গে আর ইচ্ছে মত গড়ে,
তার জলের হাসির উচ্ছাসে স্বাধীনতা
ঝরে,
পদ্ম,শাপলার রুপে মুক্ত খেলা করে,
বৃষ্টির অভিলাষে চাতক সাহসী কথা
বলে।
আজ সবার হৃদয়ে স্বাধীনতা,
যতই দুঃখে থাকুক অভুক্তের প্রান,
ক্ষোভের অনলে জ্বালাক জ্বলুক,
অন্তরে তার ঠিকই বহে স্বাধীনতার
বান।
আরাধ্য এই পরম হীরা,
আজ সব হৃদয়ে সাজে,
রক্ত স্রোতের নদী বহে এ অর্জনের
মাঝে।
মাঝির গলায় এমনি বাজেনা
আজ ভাটিয়ালি গান,
কোকিল জানে, ডাহুক জানে আর
জানে
কামরাঙ্গার ঐই শাখে বসা,
রঙ্গীন টিয়া পাখির প্রান।
হৃদয়ের এই স্বাধীনতা, ত্রিশ লক্ষ শহীদ
আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের দান।

Add to favorites
1,416 views