হেমন্তের আগমন -
Kumaresh Sardar
Published on: নভেম্বর 4, 2020
চুপি চুপি শরৎ গেল
তার পরেতে কে গো এল ?
সবুজ ধানে ঘোমটা দিয়ে,
সে এসেছে পায়ে পায়ে।
কাঁচা ধানের মাঠে মাঠে
সবুজ ছবি চিত্রপটে,
ধানের শিষে বাতাস খেলে,
দুল দুলানি দোদুল দোলে।
শাপলা,পদ্ম বিলে ঝিলে
মাথা তুলে তারা বলে
এস এস মোদের ঘরে,
আছি মোরা থরে থরে।
শিশির নূপুর পায়ে দিয়ে
কে এল গো দুল দুলিয়ে ?
হরীতকীর ডালে ডালে,
সে তো এল ঘোমটা তুলে।
খুব ভোরেতে হিমের ছোঁয়া
কুহেলিকা ধোঁয়া ধোঁয়া
হেমন্তেরই বার্তা সবই
চারিদিকে তারই ছবি।
শিশির ভেজা সকাল বেলা
নীল আকাশে নীলের মেলা,
দুপুরেতে সফেদ আকাশ,
আবির রাঙা সাঁঝের আকাশ।

Add to favorites
600 views