১৬ই ডিসেম্বর -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 12, 2013
বাংলার জনতা এখনো ঘুমে…
ঘরির কাটায় ১৬ই ডিসেম্বর নামে।
আজ বিজয়ের দিন,
আজ আমার মা এর বিজয়ের দিন।
ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের দিন
আজ ধর্ষিতা নারীর অট্টহাসির দিন।
আজ হায়ানাদের আত্মসমর্পণের দিন
শকুনীদের মাংস খুবলে খাওয়ার শেষ দিন।
আজ লাল সবুজের সংমিশ্রণে
বাংলার স্বাধীনতার পতাকা উত্তোলনের দিন।
আজ বিজয়ের দিন।
স্বাধীনতা এসেছে
স্বাধীন কি আসলেই হয়েছি?
আজো লক্ষ মা এর কোল শুন্য হয়
ডাস্টবিনে গলিত বীভৎস লাশ,
আজো ধর্ষিতাদের বুকে নামে
গুমড়ে কাঁদা দীর্ঘশ্বাস ।
নুর হোসেনের পিঠে লিখা
স্বৈরাচার নিপাক যাক, গনতন্ত্র মুক্তি পাক
বেহুদা মরন খেতাব হয়েই কি থাকবে?
আজো গুলীতে ঝাঁজরা হয় জাতীর বিবেক
ছিন্নভিন্ন হয় মেধার মগজ।
মেধাশুন্য জাতি ভিক্ষার থালা হাতে
জড়ো করে বিষাদ স্বাধীনতা !
আজো দুর্বল মানুষ ক্ষমতার কাছে নত
আজো ২৫শে মার্চ ফিরে আসে ঘুরে ফিরে।
আজো মুক্তিযুদ্বারা বিনা চিকিৎসায় মরে !
আজ বিজয়ের দিন।
বাংলার ঘরে ঘরে উল্লাস !
আমি উল্লাসে মাতিনা।
আমার অকেজো মস্তিস্ক
আমার পিছু ছাড়েনা !
আমি স্বাধীন নই
এখনো স্বাধীনতা আমার দ্বার মারায়নী !!!
ডার্ক এভিল
http://drkevil.com/home/16-december/

Add to favorites
3,536 views