২৫শে বৈশাখ -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
জন্ম নিলেন সোনার ছেলে সোনার চামুচ মুখে,
উঠলো হেসে বৃক্ষ-লতা অন্যরকম সুখে ।
হাসির ছলে খেলার ছলে জয় করেছেন সব,
সাহিত্যের এই সুনীল আকাশ করে কলেরব ।
প্রাণ দিয়েছেন গান দিয়েছেন আরো দিলেন গতি,
শিল্পকলার বাতায়নে ছড়িয়ে দিলেন রতি ।
রবির মতো’ই চির ভাস্বর তার সৃষ্টির দিগন্ত
অনেক খুঁজেও না যায় পাওয়া তার মধুর অন্ত।
এমন কোনো শাখা নেই যে করে নি সে স্মরণ,
বাংলা ভাষার ফুলে ফলে তার কোমল বিচরণ।
কবিতা আর গল্প নয় যে,আছে প্রবন্ধ নিবন্ধ,
ছড়া আরো উপন্যাসের পাতায় দিলেন সুগন্ধ ।
রবীন্দ্রনাথ বাংলা ভাষার প্রবাদপ্রতীম কবি,
সাহিত্যের সকল শাখায় তিনি হলেন রবি ।
বাংলা ভাষায় প্রাণে থাকবে স্পন্দন যতদিন,
ভানুসিংহের সকল কীর্তি বেঁচে রইবে ততদিন।

Add to favorites
480 views