পদ্ধতি হালনাগাদ -
এইচ বি রিতা
Published on: জুন 5, 2017
বোঝাপড়ার অভাবে আমাদের অন্তর্দৃষ্টিতে জালিয়াতি ঢুকে পড়ে;
যার অপর নাম দৃষ্টিকোন।
ধরুন,
সে আপনারই মত বিশুদ্ধ অভিপ্রায়ে দন্ডায়মান ছিল
অতীতের ঘোলাটে জল ছলকে উঠল কোন একদিন,
বেদনাদায়ক দন্ডাজ্ঞা সব স্বভাবকে বদলে দিল
ভয়ানক স্মৃতির সাথে ঝলসানো আত্মার দুঃখ-বিদ্বেষে
তার নৈতিক মানসিকতার ভারসাম্য হ্রাস হল
সমাজের লক্ষ্য দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা
তার নৈতিকতাকে পুনরুদ্ধারে ব্যার্থ হল,
তবে সে দ্বায়ভার কার?
যারা তাকে সহনশীল হতে দাবী করে,
তারা কি এই শেষ না হওয়া অনিয়ন্ত্রিত সংগ্রামে তার সঙ্গী হবে?
মানুষ বলছে সব ঠিক আছে,মানিয়ে নাও
সমাজ বলছে মানিয়ে নিতে হবে, এটাই জীবন
কিন্তু সে দেখতে পাচ্ছে তার এই ব্যথার কোন সুইচ অফ বাটন নেই!
তার বিষাক্ত অভিজ্ঞতা রিসেট করার কোন সিস্টেম নেই
তার ভয়ানত দুঃস্বপ্ন সামনে এগুলেই গতিরোধ করে দেয়!
এই যে একই বৃত্তে জীবনকে দেখার এই ভিন্ন ছবি,
তা কি আমাদের দৃষ্টিকোন নয়?
আমাদের দৃষ্টিশক্তির বিপরীতমূখী ঘূর্ণয়ন নয়?
হয়তো মানিয়ে নেয়া নয়,
জোর করে চাপিয়ে দেয়া সামাজিক সিদ্ধান্ত নয়,
তার প্রয়োজন ছিল গ্রীষ্মের খরতাপের আগ মুহূর্তে একটি শীতল বিকেল
অথবা বর্ষার কদমের ঘ্রাণে ভেসে আসা সন্মোহনী কোন সংগীত!
কিংবা, কারো সীটের পাশে ড্যাসবোর্ডে মাথা হেলাল দিয়ে নীরব অশ্রুপাতে কিছু মুহূর্ত।
তার একটি ঘর প্রয়োজন ছিল,
নাহ! ঘুমুনোর জন্য রাজকীয় বিছানা নয়
একটি বিশ্রামাগার, যেখানে
কোলাহলে পূর্ণ হল ঘরে কেউ তার দিনটি কেমন ছিল শুনতে চাইবে!
যত্ন সহকারে শুনতে চাইবে তার ভীত হওয়ার গল্প!
তার প্রয়োজন ছিল আরামদায়ক বাহু,
যেখানে মাথা রাখলেই সে ঘুমিয়ে পরতো!
সে ভাবে, আমরাই একমাত্র ত্রানকর্তা!
কিন্তু আমরা কেমন ত্রানকর্তা যখন,
আমাদের নিজেদের স্বার্থপরতা নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি?
অভ্যাস থেকে সাময়িক সন্তুষ্টি পেতে সিদ্ধান্ত চাপিয়ে দেই,
কিন্তু জীবনের সত্যিকার অর্থ থেকে আমরা বিক্ষিপ্ত!
অন্যের বেদনার প্রতি অবহেলা থেকে পরিত্রান পেতে,
আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
নব প্রজন্মের অভিশাপ প্রতিরোধ করতে;
বিচার ব্যবস্তার ধরণ পাল্টাতে হবে
পদ্ধতির হালনাগাদ করতে হবে!
কিন্তু সর্বপ্রথম,
আমাকে আমার অবস্থা হালনাগাদ করতে দিন।

Add to favorites
515 views