এইচ বি রিতা
এইচ বি রিতা। পৈতৃকসূত্র: নরসিংদী। নিউইয়র্কে উচ্চ শিক্ষা। এইচ বি রিতা নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল শিক্ষকতায় জড়িত ১৩ বছর। সেই সাথে সাংবাদিক, লেখক, কলামিষ্ট এবং কবি হিসাবে তিনি নিউইয়র্ক ও বাংলাদেশে পরিচিত।লেখক এবং সাংবাদিকতায় নিয়মিত জড়িত আছেন নিউইয়র্কের বহূল জনপ্রিয় পত্রিকা প্রথম আলো উত্তর আমেরিকাতে। উইকলি বাঙ্গালীর নিয়মিত কলামিষ্ট তিনি। ইতিমধ্যেই তাঁর মৌনতা, কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি, রক্তাক্ত নীল এবং দুঃখ জলের লহরী নামক চারটি কবিতার বই প্রকাশ হয়েছে। শেষ প্রকাশিত উপন্যাস 'বিনু' প্রকাশিত হয়েছে ২০১৯ এ।
দ্রোহ, বিরহ, সামাজিক সঙ্গতি, এবং সাম্যের স্লোগানে বাস্তবিক চিত্রকল্প তাঁর কবিতায় লক্ষ্যনীয়। সমাজ উন্নয়নে প্রতিবাদী কণ্ঠ এবং শিক্ষামূলক শিশু ও পেরেন্টিং তথ্য তাঁর কলমের বিষয়বস্তু।
২০১৪ সাল থেকে তিনি বাংলাদেশে দুস্থ্যদের চিকিৎসা ও অনন্য আর্থিক সহায়তায় 'থিংকিং দ্যা হিউমানিটি' নামক একটি নন-প্রোফিট অর্গানাইজেশন পরিচালনা করে আসছেন।
বর্তমানে বাস করছেন কুইনস, নিউইয়র্কে।