সুবর্ণ
আমি একজন সামান্য লেখক,কবি এবং সাহিত্য প্রেমী। বড় কোনো প্লাটফর্ম থেকে এখনো আমার তেমন কোনো লেখা প্রকাশ হয়নি। ফেসবুক গ্রুপে টুকিটাকি কবিতা লিখি। দু-একটা পেজ থেকেও লেখা প্রকাশ হয়। আমি বিজ্ঞান প্রেমীও এবং বিজ্ঞান বিষয়েও লিখি। নিজের ব্লগ শুরু করেছিলাম কিন্তু পড়াশোনার চাপে এখনো সেভাবে পেরে ওঠা হয়নি।
আমার প্রিয় কবি: জীবনানন্দ দাশ ?