আঁধারবাসিনী -
পেন্সিলে আকা পরী
Published on: জুলাই 8, 2015
আজ কেন জানিনা আমার কথামালারা কোথায়
হারিয়ে গেছে।
আমি অবাক,নিথর নিস্তব্ধ
কালকের যেই সূর্যটা নতুন রঙ নিয়ে উঠবার কথা ছিল
জানলাম তাও উঠবেনা আর!!
মেঘে মেঘেই বয়ে যাবে বেলা
তুমি আসবে শুনে যে আনন্দে কেঁপেছিল বুক!!
তা আবার হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল
খুলে ফেললাম চুড়ি তুলে নিলাম টিপ
ছেড়ে দিলাম খোঁপাটাও
এখন আমি আবার সেই আমি
আজ কেন জানিনা আকাশেও নেই চাঁদ
বেছে বেছে আজকেই ছুটি নিতে হল তার
নিথর আমি বসে আছি সেই তোমাকে নিয়েই
অন্ধকারের আলোতে বসে আঁকছি ছবি
আমার হেরে যাওয়া আমিও রয়েছে অন্য পাশে
কেন জানিনা সেই তোমার দেখানো সপ্নগুলোকেই
ঘুড়িয়ে ফিরিয়ে দেখছি আবার!!
নাহ্ কোথাও তো কোনো ফাঁকি ছিলনা।।
তবে কি সপ্নহীন আমার সপ্ন দেখাটাই ভুল ছিল??
আজীবন আঁধারবাসীনি আমার
আলোর পথে আসতে চাওয়াটাই কাল হল??

Add to favorites
1,649 views