একটি দুর্ঘটনা আর কিছু কথা -
অনূরুদ্র হিমাদ্রি
Published on: নভেম্বর 9, 2015
আমি প্রায় চুরি করে আমার ঘর থেকে বের হই। আসলে অন্য বাসায় চুরি করতে না কিন্তু।কখনো কখনো ধোঁয়া উড়াতে।অথবা ধোঁয়া টানতে ।
যখন ই বের হয় আমার বাসার সামনে কুকুর টা আমার সাথে ঝগড়া করবেই।কি আর করার ।তার পর ও বের হই ।ধোঁয়ার নেশা কি আর ছাড়া যায়।তাছাড়া ধোঁয়া আমার জিএফ তাই।
আসলে কুকুরের সাথে আমার জন্মগত শত্রুতা নেই।আসলে সমস্যা হইছিল গত বছর ভাদ্র মাসে।তারপর থেকে ওর সাথে আমার সম্পর্ক ভালো না।
ব্যপার টা হচ্ছে জিএফ নিয়া।একবার ওর জিএফ রে লাত্তি দিছিলাম আমার পাশে বইসা গান গাইতেছিল তাই।আমি সেই লেভেলের টেনশানে ছিলাম।আর ও গান গাইতাছে তাই লাত্তি মারছিলাম।
তারপর সেই রাতেই ওর বিএফ এর কাছে বিচার দিল।তাতে আর কি ও আসল ওর বিএফ সহ আরও কিছু কুত্তাদের নিয়ে।
আইসা কইতাছে–ঘ্যাও ঘ্যাও(কোন হারামি লাত্তি মারছে রে আমার বউরে?)
আমি চুপ মাইরা বইসা সিগারেট টানতেছিলাম। তারপর আবার চিল্লা চিল্লি করাতে বলছি আমি।
-ঘেয়াও ঘু ঘু (কেরে তুরে কি কামড়রাছে?)
-না।তোমার জিএফ গান গাইতেছিল না করার পর।
-ঘ্যাউউ ঘ্যাও ও ও (ও গান গাইলে তুর কি?এহন ভাদ্র মাস ও গান না গাইলে কি তুই গাইবি?)
-ও আচ্ছা সরি ভাই।
-ঘেউ !! (কই থেইকা যে ছাগল পাগল আইয়ে !)
. . . . .
তার কিছুদিন পর রাতে ওর জিএফের সাথে মহাব্বত করার সময় অন্ধকারে লাত্তি মাইরা বসি।আসলে আমি মশা তারাইতে ছিলাম তাই দেখি নাই।হটাত করে লাত্তি পড়ে। তারপর কি সেই আবার ঝগড়া !! কেননা ওদের মহাব্বতে সমস্যা হইছিল।তারপর দিন ওর জিএফ মারা যায়।আমার লাত্তির কারনে আর সেই শোকে পাগল প্রায়।
যা বলতেছিলাম…
বেড় হলাম যথারীতি সেই চিল্লাফাল্লা করা শুরু করল । আমি পাত্তা না দিয়ে মনের আনন্দে সিগারেট টানতে ছিলাম। ও ভালো কথা আমি সিগারেট যখন টানি তখন পাশের বাসার পিছনে যাইয়া টানি।আমার বাসার পিছন দিয়ে ঐ বাসায় যাবার রাস্তা আছে।মানে একটা চিপা গল্লি !!
কেননা আমি বাসায় সিগারেট টানলে আমার বাপ জান মাইরা নদিতে বাসাইয়া দিব তাই।
ঠিক তখন কুকুর আইসা সেই লেভেলের ঝগড়া !!
-ঘ্যাও ঘ্যাও ঘ্যাও(তুই আমার বউরে মারছস কিছু কইনাই তাই বইলা রাতের বেলায় চুরি করতে যাইবি?)
-আমি চুরি করতে আসি নাই।সিগারেট খাইতে আইছি।
-ঘ্যআউ ঘ্যাও ঘেও (তাইলে পাশের বাসার আপার ঘরে উঁকি মারছ কেন?)
-কই না তো।আমি সিগারেট খাইতে আইছি।
-ঘ্যাউ ঘেউ ঘ্যা (আর কত মিছা কথা?আমি পাইছি এইবার প্রতিশোধ নিব !!)
-এমনটা না করলে হয় না?যদি ও আমি যেই চিপায় ছিলাম তার পাশের রুমে এক সুন্দরি ললনা থাকত।যার রুপের আগুন পেট্রোল বোমার জলসানো থেকেও তীব্রতর !!
-ঘ্যাও ঘ্যাউ ঘেউ ঘেউ ঘেউ (মালিক আপার লগে ইটিস পিটিস করতে আইসে ? চুর ধরেন ধরেন)
কি করার ঐ শালার কুত্তার আওয়াজে পাশের বাসার সবাই বের হল।আমি খাইলাম দৌরানি ।
অবশেষে ধরা খাইলাম।প্রথমে চুর মনে করে মাইর খাইলেও পড়ে চিনতে পাড়াতে বুঝছে আমি তো চুর না।আসছি রুপের আগুনের ফুল্কি চুরি করতে।
অবশেষে সকালে বাসায় হাজির।আমাকে জিজ্ঞাসা করছে কি করতে গেছি রাতে !বলতে যাব ঠিক তখনি রূপসীর মা বলতেছে ভাই আপনি বোঝেন না?আমি মনে মনে বলছি এই বুঝি জেনে গেল আমি সিগারেট খাই।এই আমার টর্নেডো চলে এল।
বাবা বলছে হাম বুঝছি বেয়ান !!আমি পুরা অবাক।আমি ওনার মেয়ের জন্য না।আমি সিগারেট খেতে গেছি।
তখন আমার মা জননী বলতে লাগল -আরে এটা বললেই পারত ।এই ভাবে রাতের আধারে কেন যাবি ? আমরা তো ওর সাথেই তুর বিয়ে ঠিক করে রেখেছি !!
আমি আর কি বলব? একটা মিথ্যা অপবাদ মাথায় নিতে হল।
তার পরিনতি ঐ সুন্দরীর রুপের আগুনে আমাকে প্রতি রাতে দহনে পুড়তে হয়।এর থেকে পেট্রোল বোমার আগুনে জলসানো অনেক ভালো।রুপের এত তেজ যা আমাকে বয়ে বেরাতে হয়।
তাই , একটি দুর্ঘটনা !! সারা জীবনে রুপের আগুনে দহনে পুড়া !!

Add to favorites
1,413 views