কবিতায় পয়ার এর ব্যাবহার। -
কাব্য কবিতা
Published on: অক্টোবর 12, 2015
***** লিখেছেন আরিফ গুল।
হোষ্টেড বাই ডার্ক এভিল/ কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি
প্রাচীন বাংলা সাহিত্যের তিনটি ধারা ছিল।
১. পয়ার
২. লাচাড়ি এবং
৩.ধামালি
এদের মধ্যে লাচাড়ি এবং ধামালি ছন্দ ব্যবহৃত হতো শিশুদের ছড়ায় বা খেলাধুলার সময় শ্লোক আউড়ানোর সময়। আর পয়ার ব্যবহৃত হতো কাব্য বা পুঁথি লেখার সময়।
পয়ার শব্দের উৎপত্তি পদ শব্দ হতে। পদ অর্থ পা। পদের অর্ধ তৎসম হচ্ছে পয়া।
মাত্রা এবং পর্ব নির্দিষ্ট পদ সৃষ্টির মাধ্যমে এই ছন্দে লিখা হয় বলে একে বলা হয় পয়ার ছন্দ বা সংক্ষেপে পয়ার।
পয়ার ছন্দটা বেশ সহজ হলেও বাংলার ছান্দসিক রা এটাকে বেশ ঘোরালো ভাবে পেচিয়ে সংজ্ঞায়িত করেছেন।
সহজ কথায় পয়ার হলো ১৪ মাত্রা বিশিষ্ট যেকোন সমিল ছন্দ। তা স্বরবৃত্তও হতে পারে, মাত্রা বৃত্ত ও হতে পারে আবার অক্ষরবৃত্তও হতে পারে। কিন্তু শর্ত একটাই। পয়ারের প্রতি চরণে মাত্রা সংখ্যা ১৪ হতে হবে।
যেমন স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে –
সোনার খাটে/বৈস মাগো/রূপার খাটে/ পা য়া
এখানে মাত্রাবিন্যাস – ৪+৪+৪+২=১৪ মাত্রা
মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে –
পাখি সব করে রব /রাতি পোহাইল
এখানে মাত্রাবিন্যাস – ৮+৬= ১৪
অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে –
সম্ভ্রমে ফুল্লরা পাতে/মাটিয়া পাথরা
এখানে মাত্রাবিন্যাস – ৮+৬ = ১৪
সুতরাং ১৪ মাত্রার স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দকেই পয়ার বলে। এখন বলি এই ছন্দ গুলোতে পয়ার লিখতে গেলে কিভাবে লিখতে হবে-
স্বরবৃত্ত ছন্দ : স্বরবৃত্ত ছন্দে পয়ার লিখতে গেলে প্রতি চরণে ৪টি পর্ব থাকবে। প্রথম ৩ পর্বে প্রতিটিতে মাত্রা সংখ্যা ৪ টি। এবং শেষ ও অপূর্ণ পর্বে ২ টি মাত্রা থাকবে।
যেমন :
বিত্তশালী /ওঠছে ফেঁপে/ দরিদ্রদের /খুনে
৪/৪/৪/২
মাত্রাবৃত্ত : মাত্রাবৃত্ত ছন্দে ২ ভাবে পয়ার লিখা যায়।
১. একটি অতিপূর্ণ পর্ব ও একটি পূর্ণ পর্ব।
অর্থাৎ একটি ৮ মাত্রার এবং একটি ৬ মাত্রার পর্ব নিয়ে গঠিত চরণ।
যেমন :
সময় বহিয়া যায়/ তীরে আমি একা
৮/৬
২. দুইটি পূর্ণ পর্ব ও একটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত চরণ।
অর্থাৎ প্রথম দুই পরবে মাত্রা সংখ্যা ৬। এবং তৃতীয় পর্বে ২।
যেমন :
মনের খাতায় / বিরহী পঙতি/ মালা
৬/৬/২
অক্ষরবৃত্ত : এক্ষেত্রে সর্বাবস্থায় একটি অতিপূর্ণ পর্ব এবং একটি পূর্ণ পর্ব নিয়ে চরণ গঠিত হয়।
অর্থাৎ প্রথম পর্বে মাত্রা সংখ্যা ৮ এবং দ্বিতীয় পর্বে মাত্রা ৬।
যেমন :
প্রথমে বসন্ত ঋতু/ নবীন পল্লব
৮/৬

Add to favorites
5,660 views