চিরন্জীব একজন হুমায়ুন -
পেন্সিলে আকা পরী
Published on: জুলাই 19, 2016
মধ্যদুপুর।সময়টা ঠিক এমনই ছিল।প্রচন্ড গরমে পা মেলে দিয়ে মেঝেতে বসে টিভির রিমোর্ট টিপছি।
হঠাৎ একটা ব্রেকিং নিউজ দেখে হাত থেকে রিমোর্ট পড়ে গেল।আমি স্তব্ধ,নির্বাক নিথর।কতক্ষন যে এমন ছিলাম জানিনা।তারপর মনের অজান্তেই কখন চিৎকার করে উঠছি তাও জানিনা।সেই কান্না থামাতে পারিনি অনেক্ষন।কাঁদছি তো কাঁদছিই।আব্বুর কাছে ফোন দিচ্ছি বন্ধু ভাই বোন এদের কাছে ফোন দিচ্ছি মাকে বলছি কি বলছি তাও মনে নেই।
উদভ্রান্তের মতো হয়ে গেছিলাম আমি।আমার মাথায় শুধু একটা কথাই আসছিলো।স্যার নেই।এখন আমার কি হবে? আমি এখন কি পড়বো? আমার যে স্যারের পা ছুয়ে ছালাম করা হলোনা !
হ্যাঁ খুব ছোট বেলা থেকেই আমার একটু একটু ডাইরি লেখার অভ্যেস ছিল।তখনই স্যারের একটা উপন্যাস বৃহন্নলা পড়ে কিছু বিশ্লেষনও করেছিলাম ক্ষুদে মস্তিস্কে।ডাইরিতে টুকে রেখেছিলাম এই ভেবে যে যেদিন স্যারের কাছে যাবো সেদিন ওই ডাইরিটা নিয়ে যাবো উনাকে পড়ে শোনাবো আমার বিশ্লেষন।
যেই সময় উনাকে নিয়ে আর শাওনকে নিয়ে অশোভন কথা বলতো লোকে তখনও পাগলের মতোওদেরকে প্রতিহত করতাম।আমার শুধু মনে হতো উনাকে নিয়ে এই ধরনের নোংড়া উক্তি করা কেন কানে আসাটাও পাপ।একসময় বই কিনে পড়ার সামর্থ ছিলোনা।বাবা যা আনতেন আর আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে শুধু বুক শেলফ খুঁজেছি।স্যারের বই থাকলে হাত পেতেই চেয়ে নিতাম পড়বার জন্য।আজ সৃষ্টিকর্তার দয়ায় একই দোকানে দাঁড়িয়ে পাঁচ সাতটা বই একবারে কেনার সামর্থ আমার হয়েছে।কিন্তু আজ আমার স্যার কোথাও নেই নতুন নতুন আশ্চর্য সৃষ্টি আমার হাতে তুলে দেবার জন্য।
স্যার কোথায় আপনি? আজও এই মধ্য দুপুরে আমি কাঁদছি অঝোর ধারায় কাঁদছি।আপনি জানলেনওনা কোন এক অচেনা শহরে আপনার একজন অন্ধ ভক্ত আছে।যে এখনও এক নিঃশ্বাসে এক বৈঠকে আপনার একটা বই পড়ে ওঠে।যার কাছে আপনি শুধুই আপনি।আপনার সাথে আর পৃথিবীর কোনো উপন্যাসিককেই সে কখনও মেলাবেনা।তা সে যতবড় মানুষই হননা কেন !
আপনি আছেন স্যার, আজন্ম আপনাকে আমরা হৃদয়ে ধারণ করে রাখবো।আজ থেকে সত্তর বছর পর যদি বেঁচে থাকি তবুও কুজো পিঠ নিয়ে বসে বসে আপনার লেখা বই পড়বো চুম্বকীয় আকর্ষনে।
দেখে যান স্যার।এখন আমি বই কিনতে পারি।এই মুহূর্তে আপনার লেখা বই গুলো আমার চারিদিকের মেঝেতে ছরিয়ে ছিটিয়ে রেখে কুন্ডলি পাকিয়ে বসে থেকে আমি কাঁদছি।
আমার গানের কন্ঠ ভালোনা ,কিন্তু তবু আমি আপনার প্রিয় গানটা আপনার সামনে বসে গাইতে চাই স্যার।একটাবার শুনবেন?
ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়
চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়।
চাঁদনী পসর চাঁদনী পসর আহারে আলো
কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো।
কি দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়
কে খেলেছে চন্দ্রখেলা ধবল ছায়ায়।
আপনার কাছ থেকেই জোছনা কে ভালোবাসতে শিখেছি,বৃষ্টির জলের সাথে চোখের জল মেলাতে শিখেছি,বর্ষার কদমে প্রিয়কে আহবান করতে শিখেছি স্যার।
আপনি কোথায় চলে গেলেন স্যার ??
আপনি কি বুঝতে পারছেন কত সহস্র ভক্ত আজ পাগলের মতো করে কাঁদছে আপনার জন্য? আপনি আছেন স্যার।আমাদের কাছেই আছেন।চিরদিন অমলিন থেকে যাবেন আপনি আমাদের হৃদয়ে আমাদের স্বপ্নে আমাদের ভালোবাসায়।

Add to favorites
3,534 views