চৈত্রের রোদ -
চিত্রা শর্মা
Published on: নভেম্বর 8, 2015
চৈত্রের তপ্ত রোদের মত জীবনে ভালোবাসা এসে সব করে দিয়ে গেল ছারখার।
আমি শুধু শুরুর শেষ দেখেছি দাড়িয়ে, চাইনি কোন বিচার।
বুঝে নিয়েছি ছোট জীবনটার প্রতি খুব বেশি করে ফেলেছি অবিচার ।
তাই জীবনও প্রতিফল স্বরুপ রাখেনি আমার জন্য কোন সমাচার।
বুঝিয়ে দিয়েছে তার প্রতি রইলনা কোন অধিকার।
আমি প্রেম হারিয়েছি ভালোবাসতে গিয়ে,
কষ্ট কিনে এনেছি ভালোবাসার দাম দিয়ে।
বুকের মাঝে চাপা কান্নার শব্দে নীরব যাতনা যাচ্ছি সয়ে।
আর পারছেনা হৃদয় সে চিরকালের মত পড়তে চাই ঘুমিয়ে।
তবুও মনের যাতনা যত সব এসে বার বার দেয় তাকে জাগিয়ে।
আমি একটু চৈত্রের তপ্ত রোদ হতে ছায়ার আড়াল চাই।
এবার বুঝি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে আমায়।
আমি ছায়ার আড়াল চাই, তপ্ত রোদে পুড়ে পুড়ে হয়ে গেলাম ছাই।
এবার আমি একটু ছায়ার আড়াল চাই।

Add to favorites
3,738 views