“পরাজয়” ——————নদী -
Nodi
Published on: অক্টোবর 4, 2015
শেষে কিনা তুমি ই হেরে গেলে?
আমিতো হারাতে চাইনি,
আমিতো হারতে চেয়েছিলাম।
গোধুলি যেমন সন্ধ্যার কাছে হেরে যায়,
জোছনার কাছে হারে প্রভাকর…
শর্বরীর কাছে হারে দিনমান,
বলাকার কাছে হারে জলধর,
বসন্তের কাছে হারে পরভূত,
সরোবরের কাছে হারে ইন্দীবর।
আমি ও হারতে চেয়েছিলাম।
ভালোবাসা এ নয় রুদ্রনীল!
শিশির ও কতবার দুর্বাঘাসের গায়ে গায়ে লেগে থেকে বলেছিলো ভালোবাসি, ভালোবাসি…
অথচ রোদ্দুরের আগমনেই হারিয়ে গেল।
নীলাম্বর ও ভালোবেসে প্রভাকরে বুকে ঠাঁই দিয়েছিলো…
ইন্দুর আগমনে আবার তাকেই ছুঁড়ে ফেলে দিলো..
ভালোবাসা একে বলেনা, রুদ্রনীল।
ভালোবাসা হয় বুকের খাঁচায় গুপ্ত পাখিটির মতো।
না দৃশ্যমান, না স্পর্শমান…
বোধগম্যতার সাথে তার নিবিড় আত্নীয়তা,
অতি প্রকাশ্যে মুল্যহীন,
অপ্রকাশ্যে ম্রিয়মান।
প্রবাল তো কখনো জলধির কানে বলেনি ‘ভালোবাসি।’
অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে জলধির পরম যত্নে বুকের খাঁচায় লালন করে চলেছে প্রবালে।
তাইতো ঢেউয়ের পর ঢেউয়ের আঘাতে ক্ষত বিক্ষত প্রবালের, বারবার জলধির কাছে হেরে যাওয়া.
এতো হার নয়, এ যে পরাজয়ের জয়।
আমি ও হারতে চেয়েছিলাম, প্রবালের মতো।
তুমি আমায় হারতে ও দিলেনা…
দিনশেষে নিজে ই হেরে গেলে।

Add to favorites
2,335 views