ফেসবুক বন্ধ চালানো যাচ্ছে না -
আসাদুজ্জামান শাওন
Published on: ডিসেম্বর 5, 2015
এতদিন ইউসি ব্রাউজার দিয়ে ফেসবুক চালাচ্ছিলাম।তবে আজ থেকে আর ইউসি ব্রাউজার দিয়ে ফেসবুক চালানো যাচ্ছে না।সকাল থেকেই এই সমস্যা।যারা ইউসি ব্রাউজার ইউজ করে তাদের কে বিষয়টি অবগত করি।তারাও একই সমস্যায় ভুগতাছে।এবং আরোওজানতে পারলাম যে সকল অ্যাপস্ দিয়ে ফেসবুক ইউজ করা যায় সে সকল অ্যাপস্ থেকে ফেসবুক চালানো যাবে না আর।সম্ভবত অনির্দিষ্টকালের জন্য।

Add to favorites
1,640 views