সেই কবে প্রভু বানিয়ে মোকে পাঠিয়েছিলেন তোমার দ্বারে,
শতকাল, শত ক্ষণ পূর্ব হতে
ফিরে যাওয়া
পূণঃ আগমন পরস্পর অকাতরে।
_
সত্য এ বলি,
ছিলাম তোমারি জন্ম-জন্মান্তরে
ছিল হাজার ইতিহাস,
যাহা পথ করেছিল কঠোর, মোদের সুখী অবনিপরে।
_
পূর্ব শত জন্মে যেমনি ধরেছিলাম তোমার হাত
আজ,
আবারও প্রবেশে এই পৃথিবী,
থাকব তোমারি দ্বিপ্রহর, রজনী প্রভাত।
_
দেহ জোড়া এযে একি আত্নায় বাঁধা,
একি রঙে সরোবরে,
পরমে প্রীতে বলব বধু,
ভালোবাসি, শুধু ভালোবাসি তোমারে।

Add to favorites
1,741 views