সেই কবে প্রভু বানিয়ে মোকে পাঠিয়েছিলেন তোমার দ্বারে,
শতকাল, শত ক্ষণ পূর্ব হতে
ফিরে যাওয়া
পূণঃ আগমন পরস্পর অকাতরে।
সত্য এ বলি,
ছিলাম তোমারি জন্ম-জন্মান্তরে
ছিল হাজার ইতিহাস,
যাহা পথ করেছিল কঠোর, মোদের সুখী অবনিপরে।
পূর্ব শত জন্মে যেমনি ধরেছিলাম তোমার হাত
আজ,
আবারও প্রবেশে এই পৃথিবী,
থাকব তোমারি দ্বিপ্রহর, রজনী প্রভাত।
দেহ জোড়া এযে একি আত্নায় বাঁধা,
একি রঙে সরোবরে,
পরমে প্রীতে বলব বধু,
ভালোবাসি, শুধু ভালোবাসি তোমারে।

Add to favorites
1,765 views