স্মৃতির পোস্টমর্টেম -
Keya
Published on: অক্টোবর 31, 2015
পচাগলা ফ্যাসফ্যাসে বীভৎস স্মৃতি দুঃস্বপ্নের মত তাড়া করে বেড়ায় আমাকে প্রতিনিয়ত।
থকথকে ঘায়ের মত গলিত চর্ম, কীট কিলবিল করে বিধ্বংসী উল্লাসে,যেন আমার শরীর জুড়েই তাদের রাজত্ব।
শিরশিরে একটা অনুভূতি নাভিমূল থেকে উৎপত্তি হয়ে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে বারবার।শরীর ভিজে চুপেচুপে, টের পাচ্ছি ঘামের শীতল স্রোত শিরদাঁড়া বেয়ে নামার অস্থিত্ব।
প্রতি ক্ষণে ক্ষণে মরে যাচ্ছি আমি আবার জেগে উঠছি অদ্ভুত ভাবে। যেন আমার কোন মৃত্যু নেই, যেন অমরত্বের আগুনে স্নান করে লাভ করেছি অমরত্ব।
আমি মুক্তি চাই, চীৎকার করে উঠি, শব্দ হয়না। কে যেন আমার গলা চেপে ধরে। রক্তবর্ণ বিস্ফোরিত নেত্র আমার মুক্তির উপায় খুঁজতে ব্যস্ত।
ঠোঁটের দুপাশ থেকে গন্ড বেয়ে পরে উষ্ণ তরল। তবুও যন্ত্রনা নেই লক্ষ নিউরনের অনুভূতিতে। শ্বাসপ্রশ্বাস এর বিষাক্ত অক্সিজেন রক্তের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়ে আমাকে করে তুলেছে বিষাক্ত।
বিষকন্যা যেন আমি,যার ছোঁয়ায় মৃত্যু অনিবার্য!
হাতড়ে বেড়ায় অন্ধকারে হামাগুড়ি দিয়ে, এগুতে পারিনা একচুল। হাসপাস করে বুকের ভেতর। একফোঁটা আলোর নেশায় যেন আমি মত্ত!

Add to favorites
1,830 views