My Dying Bride Die Into My Arms -
আসাদুজ্জামান শাওন
Published on: সেপ্টেম্বর 28, 2015
My Dying Bride Die Into My Arms
আসাদুজ্জামান শাওন
……………………………………
তখনও বর্ষা কাল,আজও বর্ষা কাল।
সময়টা ছুটে চলে দূর থেকে বহুদূরে।
যেন হারিয়ে যাবে স্মৃতি থেকে অজানা অচিন নগড়ে।
খুব অবাক লাগে,যখন আকাশের তটে তোর স্কেচ্ আঁকতাম!
আজ সেই আকাশের সূর্যের রশ্নি দিয়ে তোর অন্তিম স্মৃতির সব অসমাপ্ত ছবি পুড়িয়ে ফেলি অবলীলায়,অতি গোপনে।
আর জাগতিক চেতনার হিসেব কষি অকপটে নিরালায়।
আজ অনেকটা পথ অতিক্রম করে আমার এ মহাকালকে স্মৃতিচারণ করা।
কল্পনা করা তার সাথে আমার প্রথম বৃষ্টি কাব্য লেখা।
আজ সবই স্মৃতি,সবই অসাড় কল্পনা,
অযাচিত রংচটা কালবৈশাখীর কাব্যিক সহবাসের মিথ্যে
ভালবাসার অজানা সংকেত।
মনে পড়ে আজও!
প্রথম দেখার সেই মুহূর্তকে আঁকড়ে ধরে দিবস উদযাপন করার আপ্রাণ চেষ্টা!
তোর আর আমার নিশ্চুপ প্রতিযোগিতা।
আজও মনে পড়ে শুধু,
তোর আর আমার ফেলে আসা অবেলার কাব্য।
সেই প্রথম চুম্বন এঁকে দিয়েছিলাম তোর অধরে এক ধূসর মানচিত্র।
এঁকে দিয়েছিলাম তোর হিমশীতল অনুভূতিহীন স্থির অধরে।
আজ সব ধূসর অনুভূতির এক ময়লার আস্তরন যুক্ত মলাটহীন স্মৃতির কবিতা।
যেন বন্দীশিবিরে বন্দীদের নিঃশব্দ হাহাকারের নিশ্চুপ সংকেত।
আজ তার অধরের মানচিত্র থেকে অজানা পথে আমি।
শীতলহীন অধরের প্রতারণার নিকোটিনের ভালবাসা এ যেন,
নিঃর্শত আবেগের বেদনা।
কালের বির্বতনের অচেনা সহবাস প্রণয়ের মিথ্যে সংসার।
হয়ত ভাবি দুঃখ ছাড়া স্বপ্ন উড়বে
অ্যালকোহনের নিশ্চুপ ভালবাসা আর
তোর আর আমার অভিশপ্ত সহবাস।
মহাকালের লেপটে থাকা স্মৃতিকাব্যে।
কাব্য লেখার জন্য,হারাতেও পারি তোর সীমানা থেকে।
কিন্তুু পারবো না প্রণয়ের মিথ্যে শহরের নিয়ম ভাঙ্গতে,
তবে পারবো তোর থেকে অচেনা কাব্যে শেষ শব্দে
মহাকালের কবিতা হয়ে থাকতে।
বিশ্বাস আজ আমাদের থেকে দূরে অজানা শর্তবাসে,
আর মৃত্যু আমাদের নিকটে,
তোকে আর আমাকে এক করবে অজানা বিচারে।
সে থাকবে!
চিরকাল, বলে ছিল অবেলার মহাকাব্যের মাঝে।
ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর শেষ দৃশ্যপটে আমার শূন্যহাত ধরে।
তোর আর আমার ফেলে আসা!
কাব্যিক প্রণয়ের রংচটা সহবাসের অজানা দুঃখবিলাসে।

Add to favorites
692 views