অতঃপর -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 3, 2015
অতঃপর তোমার অগ্নিমুর্তি ধারণ
কি যে ভীষণ জ্বালা ধরিয়েছিল আমার কম্পিত হৃদয়ে!
তাকাতে পারছিলাম না।
ওই যে,বার বার তোমার প্রশ্নবিদ্ধ চোখের রক্তক্ষরণ
বার বার তোমার সংকিত হৃদয়ে আমায় ধারণ
বড্ড বিষাদ লাগছিল।
হিমাংশু যেমনে তমঃ গগনে একলা ঠায় রয় দাঁড়িয়ে
তটিনী যেমনে জ্ক্ষরায় ফাটে ভাটার বিদায় কালে
বিহঙম যেমনে নিশিকুঞ্জে ঠাঁই লয় অবহেলীত তরু ডালে
ঠিক তেমনি আমি কলংকিনী কামিনী ভেসেছিলাম চোখের জলে।
মনে হচ্ছিল, এই বুঝি আমার সব শেষ হয়ে এলো।
পালিয়ে এলাম
তবু শেষ আর হলোনা!
ধরিত্রীর সংকির্ণতার মায়াজ্বালে আজো আমি
জল হতে মহীধরে
কি যে নিদারুণ ব্যাথা বয়ে
অশ্রুসিক্ত নয়নে এসে দাঁড়
সেই তোমার আমার জীর্ণশাখী
অশ্বথের তলে।

Add to favorites
1,046 views