অতীত ফিরবে একদিন -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 18, 2016
তোদের জলকামান চলে আজ মানবতা টিকে থাকার মিছিলে
আমরা যেখানে মাটিকে আকঁড়ে ধরে বাঁচতে চাই;
তোরা সেখানে গোলাবারুদ চালাস।
বলহে,
রাক্ষসের দল, আর কত রক্ত চুষবি
কত নদীর জল শুকালে তোদের তৃষ্ণা মিটবে।
বল হে সর্পনেতা,
বিষাক্ত ছোবলে আর কত প্রাণ নিবি?
বল আর কত বুক ক্ষতবিক্ষত করবি?
বল,
শোষণের মাত্রা কত পেরুলে তোদের আত্মা তৃপ্তির ঢেকুর তোলবে।
সভ্যতার বুকে লাথি মেরে তোরা হয়ে যাস
বড্ড অসভ্য;
সংস্কৃতি কে ছুঁড়ে ফেলে দিয়ে
তোরা হয়ে যাস মাতাল।
মনে রাখিস সর্বগ্রাসীর দল,
প্রকৃতি কখনো কারও ইচ্ছা অপূর্ণ রাখেনা,
এমনকি নিজের ইচ্ছাও না।
তোদের আজ জয় হোক,
প্রকৃতি, আমরা আর মানবতা না হয় যাদুঘরে ঠাই নিই।
তোদের পাছায়ও একদিন লাথি পরবে,
জলকামানে আর রক্তে তোরাও ভাসবি।
তোদের বুকেও একদিন বুলেট লাগবে
বন্দী হইবি তোরাও।
মনে রাখিস ইতিহাস কাউকে ক্ষমা করেনা,
অতীত বার বার ফিরে আসে।
একদিন অতীত ফিরে আসবে, ইতিহাস ফিরে আসবে
সেইদিন পথে পথে গণ আন্দোলন হবে।
তোরা সেদিন আন্দোলনের জোয়ারে ভেসে যাবি
পালাবার পথ খোঁজে পাবি না পিশাচের দল।
পদধূলায় লুটায়িত হবে তোদের অহংকারী অস্তিত্ব।
1 October 2016

Add to favorites
1,443 views