অনন্তকাল দূরত্ব -
Mithila
Published on: আগস্ট 2, 2017
আমি জানতাম তুমি চলে যাবে
তবুও আষ্টে-পৃষ্ঠে ধরে রাখতে চেয়েছিলাম তোমায়
ভালোবাসতে চেয়েছিলাম,
হঠাৎ তোমার ব্যস্ততাই বলে দিলো – তোমার বিদায়ের মুহূর্ত।
তুমি চলে গেলে –
যদিও আটকাতে পারিনি আমি,নিশ্চুপ বোবা কান্নায় তোমার প্রিয় নাম ধরে ডাক দিতে পারিনি
অতঃপর ক্রমশ অদৃশ্য হচ্ছিলে তুমি।
অভিমানে খসে পড়ছিলো অশ্রু তোমার চলে যাওয়ার পথে;
তোমার প্রতিবার চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে
আমার বিধ্বস্ত মন আমায় বলতো –
“সব আয়োজন করে নাও
তোমায় আবার কাঁদতে হবে।”
কতবার এলে তুমি আর কতবার চলে গেলে
বারবার চলে যাওয়া হয়ত তোমার লুকায়িত স্বভাবের বহিঃপ্রকাশ ছিলো
তাইতো তুমি বারংবার চলে যেতে;আমাকে একা রেখে।
কিন্তু এই আমি,
এতটাই বোকা আমি
যে কখনো একটিবারের জন্যেও তোমায় ছেড়ে যেতে পারিনি;
আসলে যাওয়ার ইচ্ছেটুকু ছিলোনা কোনদিন।
শেষবার যখন তুমি চলে যাচ্ছিলে
ঠিক সে সময়ে আমার মন আমায় বলছিলো –
“এবার ছাই হয়ে বাতাসে উড়ে যেয়ো
অদৃশ্য বাতাসে শীতল করে নিয়ো অস্তিত্ব।”
অদ্ভুত লাগে!আমি না নিজের ঠিক শীতলতা বুঝিনা;চেষ্টাও করিনি বুঝতে কোনদিন।
কেন জানি পরক্ষণেই মনে হয় –
এই আমিটা না থাকলে তোমার খুব কষ্ট হবে
ভীষণ একা হয়ে পড়বে তুমি।
দেখ!অথচ ভুলে যাই,
আমিহীন যে তুমি আরো অনেক অনেক ভালো থাকবে
এটা কেন জানি আমার মাথায় আসেনা।
কি অন্ধের মতন ভালোবাসি তোমায়!
অবচেতন মনে তোমায় হঠাৎ মনে পড়লে এখনো বোকার মতন একলা হাসি।
আচ্ছা,এটা কি ভালোবাসা না’কি নিছক পাগলামী?
জানো!কেবল মনে হয় – তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে এসেছে,
হয়তো অন্য কোন প্রয়োজনে অন্য কোন আকাশে
তুমি উড়বে কেবল উড়ে চলবে;আমি থাকবো না শুধু।
সত্য বলতে তুমি ছাড়া দ্বিতীয় কোন প্রয়োজন ছিলো না;কখনো কিংবা কোন সময়।
একদিন হয়ত এ হৃদয় জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে
কাউকে নয়,শেষ পুড়ে যাওয়া অস্তিত্ব দিয়ে তোমায় ভালোবেসে যাবো।
বিশ্বাস করো প্রিয়তম!
একজনমে তোমায় ভালোবাসা ছিলো শ্রেষ্ঠ ও পবিত্র ভালোবাসা – আমার শেষ গন্তব্য ছিলে তুমি।
এরপর আর কাউকে ভালোবাসার স্বাদ জাগেনি।
মনে পড়ে যখন তুমি শেষবার চলে গেলে
তোমার সে চলে যাওয়াটাই আমাকে নিঃশব্দে নিঃশেষ করে দিচ্ছিলো।
প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম আমি।
জানো!আমি যেদিন ছাই হয়ে মিলিয়ে যাবো দূরাকাশে
সবুজ বাতাসে ভেসে যাবো দূর-দূরান্তে;
তখন উড়তে আমার কাউকে দরকার হবে না,এমনকি তোমাকেও।
পরম যত্নে বাতাস আমায় উড়িয়ে নিবে গভীর ভালোবেসে দূর-বহুদূর।
অনন্তকাল তবুও আমি পথ চেয়ে রবো
শুধু একটা আরাধনা-
অন্তত আমার অস্তিত্বের ছাইগুলো বাতাসে উড়িয়ে দেওয়ার জন্য
একবার ফিরে এসো।

Add to favorites
1,022 views