অনন্যা -
পেন্সিলে আকা পরী
Published on: আগস্ট 25, 2016
***গুরু ডার্ক এভিলকে সন্মান জানানোর প্রয়াস মাত্র**
মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে বাস ;
কোন গগণে মেলিস ডানা,ছড়াস রে সুভাস !
মেঘবতী রূপকুমারী খুব শুভ্র যে তোর ছায়া ;
ভেজা,নরম পালকে তুই জরায় রাখিস মায়া।
মেঘকুমারী কঙ্কাবতী সহজ সরল মেয়ে,
সাধারণ থেকেও বেশি অসাধারণের চেয়ে ;
লাজুক লতা লজ্ব্যাবতী,শান্ত,সুশীল তুই !
তোর চোখেতে ভ্রমড় ওড়ে আর হাসিতে জুঁই।
মেঘবতী অরুণমালা নানান সে বেশ তোর,
এখনই তুই কোমল আবার তখন করিস গোল।
শোন রে মেয়ে,কাকণবালা- যখন নামিস রণে !
সকল দ্বিধা নতজানু কদম যে তোর চুমে ;
এমন করেই ছায়া হয়ে,সাহস যোগাস মনে,
তোর পেরোনো পথেই চলে জিতুক অভাজনে।

Add to favorites
2,505 views