অনাহূত অভিযোগে আহত বর্ষা -
রুপক চৌধুরী
Published on: জুলাই 14, 2019
বিস্তীর্ণ প্রান্তরের বিপুল আহ্বান ভুলে,
নিজেকে জমিয়ে রেখেছি তোমার পথের আঙ্গিনায়,
শ্রাবণের ছান্দসিক বৃষ্টির কবিতা লিখে না মুহূর্ত,
তোমার অশ্রুতে সুর খোঁজে যায় সে কাব্যের ছন্দ,
কদম কামিনীর বুক ধোয়া জল কখন কোথায় যায়,
সরসীর বুকে অবিরত বৃষ্টির ধারার আল্পনা,
জানালার ফাঁকধরে অপলক চেয়ে থাকা চারুক্ষণ,
সবটাই মিশে গেছে সফেদ হাসির
অধরা কৃষ্ণগহ্বরে,
সকাল সন্ধ্যায় নকশিকাঁথায় লেপ্টে থাকা রথে,
বৃষ্টির বর্ষণ সাথে জীবনের কবিতারা খেই হারা,
তথাপি পরিতৃপ্তি খেলাকরে তোমার কাব্যগ্রন্থ পথে,
স্নান করে যাই নিরবধি সেই বিশাল ভান্ডারে,
কিছু নাই, তবু নিত্য কত কিছু পাই,
দেবার নাই,নিরালায় স্বপ্ন বেঁচে যাই,
তোমার শাওন রাতে নিয়ত ঝরা আমার বর্ষা প্রণয়,
কত সহজে বলে দাও মেঘ যারে,
বাদলের গান আর কিছু নয়,সব আষাঢ়ের অভিনয়।

Add to favorites
677 views