অনিচ্ছায় অতিথি -
রুপক চৌধুরী
Published on: মার্চ 12, 2019
অবিনাশী দৈবের জালে আটকে আছি সবে,
পুতুল সেজে যাচ্ছি খেলে রঙিন খেলাখেলি,
কোন ইশারায় হবে কী যে আমরা কি আর জানি !
চাইবে না যা করতে হবে নিজের কানে ধরি,
ইচ্ছে হলেই যায় না করা শিশির গাঙ্গে স্নান,
স্বপ্ন তোমার ভাঙ্গবে দেখো অন্য কারো বাহু,
তোমার ক্ষেতে সরষে ফলায় শনি নয়তো রাহু ।
স্তব্ধ থাকার নেইতো সুযোগ অভিযোগের স্রোতে,
আশা ভেবে লোভের তরী বাইতে সদা যাই,
মরণ আসে গরল পানে তবু তাতে’ই সুখ,
ফুলের সুধা ধরতে ব্যকুল অথচ তার কাঁটা,
পূর্ণ হয়ে আরো বেশি শূন্যের পথে’ই হাটা,
দিচ্ছি ধরা অদৃষ্টে সব সাক্ষী থাকে তিথি,
কালের গৃহে সবাই যেন অনিচ্ছায় অতিথি ।

Add to favorites
677 views