অন্তর্ঘাত -
হিরণ্য হারুন
Published on: ডিসেম্বর 12, 2016
গত একুশটা বছর কেটেছে নিঃসঙ্গতায়! ঘুমিয়ে সময়
স্রোতে মৃত্যু। শূন্যচিন্তা আমাকে আটকে ফ্যালে।আর
কতগুলো টুকরো স্মৃতি নির্বাসিত।
অথচ সে ববারর বলে আসছে, ‘পৃথিবী ডিমের মতো
গোলাকার নয়, চব্বিশ ঘণ্টায় ঠিক সঠিক সময় নয়। ‘
দ্রুত নিরবতা ভেঙ্গে দেয় পাখির কোলাহল– আমার
স্ক্যান্ডেল।
পান করি বিশুদ্ধপানি– আত্ম-রক্ষণাবেক্ষণে ব্যবহার
করি মদ। তারপরো নিঃসঙ্গতায় অন্তর্ঘাত অন্তর্জগৎ।

Add to favorites
740 views