অন্তর্দহন-সুমিত চক্রবর্তী। -
সুমিত চক্রবর্তী
Published on: সেপ্টেম্বর 4, 2016
আমি জানালার ওপাশে বসে আছি,
ভুল করে হলেও আমায় দিও ডাক।
শুধু বলবে ভালবাসি…পারবে না!
মিথ্যা কথনে হলেও বলে দিও ভালবাসি,
জানি একটু হৃদ-কম্পন বাড়বে তোমার,
তবুও আমার মুখে ফুটুক হাসি রাশি-রাশি।
ভবের সংসারে তুমি না-হয় অভিনেত্রী
আর আমি না-হয় অভিনেতা।
সময় ফুরিয়ে গেলে হবো বিলীন,
তোমার পৃথিবীতে থাকুক পূর্নিমা
আমার পৃথিবী জুড়ে অমাবস্যা।
আমাকে আর নাই-বা জ্বালো
তোমার পৃথিবীতে তুমি প্রিয়কে নিয়ে জ্বলো।
তবুও আমার হৃদপিন্ডে একটি শব্দই প্রতিধ্বনি হবে ভালবাসি,
মিথ্যা হোক,তোমার কন্ঠে শুনেছি ভালবাসি।
আহ্ কি শান্তি,হৃদ মন্দিরে নেই ক্লান্তি,
আমি না-হয় জ্বলবো দগ্ধ চিতায়,আহ্ কি শান্তি…

Add to favorites
2,006 views