অন্তিম পূর্ণতা -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
খুব জোর তোমার কাছে একটা মুহূর্ত চেয়ে নিবো
একটা মুহূর্ত এ বিদায়ের বেলায়
ঠিক সেই শুভক্ষণ;আমার শেষ সময়,
বিনাশকালের মৃত্যু উৎসবের মুহূর্ত-
যেন হয় ভোরের সূর্যোদয়ের রোদ মেখে
কিংবা বিকেলের শেষভাগ গোধূলি লগ্ন;
অথবা সন্ধ্যের নিশ্চুপতায় লেখা নীরবতায়।
অন্ধকারের দীর্ঘশ্বাসের সাথে যুদ্ধ করে
নিঃশেষ হতে চাইনা আমি।
চাইনা একাকীত্বের কাছে পরাজয় মেনে নিতে।
আমার ভয় হয় তুমিহীনা একা নিকষ কালো অন্ধকারে!
প্রভাতের সূর্যরশ্নির তির্যক আলো মৃতপ্রায় আত্মায় মেখে,
অবশেষে আরো একটি ভোর বিদায় লগ্নে দেখে যেতে চাই তোমার সাথে।
কিছুক্ষণ কাটাতে চাই খুব আপন করে,বহুকাল তোমায় দু’চোখে আঁকিনা!
চির বিদায়ের এই শুভ ক্ষণে না হয় এঁকে নিবো একটি বাসরের স্বপ্ন;
শেষবারের জন্য তোমার কোলে মাথা রেখে
খুঁজে নিবো প্রেম,তোমার দু’চোখের গহীনে খুঁজে নিবো নীল আকাশ
তোমার চোখের অশ্রুজল,নোনাজলে গড়া জলপ্রপাত।
অনেকটা শেষবারের মতন না হয় ভিজিয়ে নিবো
শত জনমের তৃষ্ণার্ত এ অধর।
হোক না নিছক নিশ্চুপ সান্ত্বনার!
তবুও তোমায় তো একটু কাছে পাবো,
একটু ছুঁয়ে দেখতে পারবো তোমায়।
অশ্রুজলে নাহয় দেখবো তোমায়।
কতকাল হলো তুমি দূরে!
তোমার বুকে তবু শেষবারের জন্য
সমুদ্রের ঢেউয়ের মতন আঁছড়ে পড়তে চাই,
ভিজিয়ে দিতে চাই তোমায়
পবিত্র ভালোবাসার সিক্ত ভালোবাসায়।
গুনতে চাই মৃত্যু সমুদ্রের ঢেউ!
বিদায়ের শেষ ক্ষণে তোমার হাত শক্ত করে চেপে ধরে ঢলে পড়তে চাই মৃত্যুর কোলে।
সবশেষে ব্যাকুলতা দেখতে চাই আমার জন্য
দেখতে চাই আমার জন্য তোমার জমিয়ে রাখা ভালোবাসা।
যেতে যেতে পৃথিবীকে চিৎকার করে জানিয়ে দিতে চাই,
চিনে রাখো পৃথিবী; দেখে নাও পৃথিবীর মানুষেরা
এ আমার ভালোবাসা!
প্রিয় তোমার কান্নার বৃষ্টি বর্ষণে
মৃত্যু-বিলাসে সিক্ত হতে চাই!
অন্তিম সময়ে পাশে থেকো, মিথ্যে হলেও আমার অন্তিম ইচ্ছেটুকু রেখো।
একবারের জন্যে হলেও আমায় ভালোবেসো।

Add to favorites
1,101 views