ঈদ মোবারক ঈদ # মিনা -
Kolpona mina
Published on: জুন 13, 2020
বছর ঘুরে এলো এবার ভিন্ন রকম ঈদ
তাইতো চোখে নেই আজ স্বস্তির নিদ
আকাশে আজ উঠেছে অভিমানী চাঁদ
দিবে কি আমাদের খুশির সংবাদ
স্নিগ্ধ চাঁদের আলোয় আজ মনটা কেনো কাঁদে ?
চাইনা প্রভু দামি পোশাক
চাইনা দামি খাবার
চাই শুধু আল্লাহ তোমার রহমত মানবজাতির দীর্ঘ নেক হায়াৎ ।
সকল বিভেদ ভুলে আমরা মুমিন মুসলমান
যা আছে তাই দিয়ে হোক ঈদের দিন অম্লান
ঈদ মোবারক ঈদ।

Add to favorites
961 views