অপরাধ দমনে পিতা-মাতার ভূমিকা -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 14, 2017
সমাজ হতে পতিতাবৃত্তি উচ্ছেদের জন্য যৌনপল্লী গুড়িয়ে দেয়ার আগে প্রয়োজন পতিতাদের পুনর্বাসন। প্রয়োজন সম্মানজনক পেশায় তাদের নিয়োজিত করে সামাজিক মর্যাদা ফিরিয়ে দেয়া। ভাসমান পতিতাদের চাই আশ্রয়, চাই কাজ এবং সম্মান। কোন নারীই শখের বশে বেশ্যাবৃত্তি করেনা। নৈতিক, ধার্মিক, পারিবারিক ও সামাজিক শিক্ষা ও সুযোগের অভাবেই ওরা এ পথে পা রাখে।
বাংলাদেশের মত একটি মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্রে “সরকার অনুমোদিত বৈধ” পতিতা পল্লীর কোন প্রয়োজন নেই।
আপনার সন্তানকে শিক্ষা দিন বয়োবৃদ্ধির সাথে সাথে শারীরিক পরিবর্তনে কি করে নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রনে রাখা যায়। তাদের সাথে আলোচনা করুণ অপরিনত বয়সে যৌন ভোগ স্বাস্থ্যের কি কি ক্ষতি করে। মা কিংবা বাবা, সন্তানের জন্য হুমকিস্বরুপ শাষক না হয়ে, সন্তানের কাছে কিছুটা বন্ধুর মত তার মানসিক,নৈতিক ও শারীরিক সাপোর্টার হিসাবে কাজ করুন। যারা বলেন, “অহ নো! মা-বাবা হয়ে সন্তানের সাথে যৌনতা নিয়ে কথা বলা লজ্জার বিষয়”, তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের অতিরঞ্জিত লজ্জা এবং সন্তানের সাথে ফালতু ব্যবধান, আপনাদের সন্তানকে বিপথে নেয়া ছাড়া মঙ্গলকর কিছু দিবেনা।
শারীরিক চাহিদা, প্রাকৃতিক প্রয়োজন। আপনার আছে, আপনার পিতা-মাতার ও ছিল, আপনার সন্তানের ও থাকবে। একে অস্বীকার করা বোকামী। সন্তানকে বুঝুন, যদি প্রয়োজন মনে করেন, তবে আপনার সন্তানকে ধর্মীয় ও সামাজিক নীতিবোধ-পাপবোধ মাথায় রেখে, যৌনতার সঠিক ব্যবহার ও সময়ের উপযুক্ত ব্যবহারে সাহায্য করুন। কেবল পতিতাদের ঘৃণা করে বা সমাজ হতে তাদের উচ্ছেদ করেই সমাজ হতে এ অপরাধ দুর হবেনা; পতিতাদের কাছে পুরুষ পতিতাদের যাতায়াত বন্ধ করতে হবে। আর সেজন্য চাই পিতা-মাতার সহযোগীতা, সামাজিক ও রাষ্ট্রীয় সহযোগীতা।
ডার্ক এভিল (HB Rita)

Add to favorites
781 views