অপরিচিত -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
অপরিচিত
আরিফুল ইসলাম
আমার আমিকে মাঝে মাঝে চিনতে পারি না।
আজকাল নিজেকে বড্ড অপরিচিত লাগে
প্রতিনিয়ত আবিষ্কার করি নতুন রুপে।
রুপোলী পর্দার সাথে মিলাতে যেয়ে সুখ খুঁজে পাই না।
দিন চলে যাচ্ছে সময় থামছে না
একঘেয়েমি জীবনের সবকিছু ছোট করে দিয়েছে
এখন আর কোলাহল ভালো লাগে না।
এপার্টমেন্টের ভিতরে সবুজ প্রকৃতি খুঁজে ফিরি
কত দিন খালি পায়ে মেঠোপথে হেঁটে বেড়াই না
মাঝ নদীতে নৌকার পাটাতনে শুয়ে জ্যোৎস্না দেখি না।
ছোট ছোট সুখগুলো হারিয়ে গেছে কাজের মাঝে
এখন আর পরিবারের সবার সাথে দেখা হয় না
কথা হয় না প্রিয় মানুষদের সাথে
ভুলে যাচ্ছি জীবনের সুন্দর ঘটনাগুলো
দিন দিন বড় স্বার্থপর হয়ে উঠছি আমরা!
আধুনিক হতে যেয়ে বড্ড খ্যাত হয়ে উঠছি সমাজে!

Add to favorites
522 views