অপেক্ষা -
Mithila
Published on: জুন 1, 2017
অনন্ত
কি খবর তোমার?
ভুলে গেছো বুঝি আমায়?
কি করে পারলে এত পরিবর্তন হতে?
আমি তো পারি নি।
আমি এখনো তোমার স্মৃতি নিয়ে
বাউলা বেশে আউলা কেশে রাস্তায় ঘুরি।
তুমি ভালোবাসার কথা বলে
বেদনার অধ্যায় খুলে দিয়ে গেলে।
তুমি বলেছিলে আমি ভুলে যাবো।
দেখ,আমি আজও ভুলি নি।
বট তলায় একা বসে থাকলে
পিছন থেকে “মিথী” বলে ডাকতে,
আমার আজও কানে বাঁজে।
ব্যাগ থেকে লং বের করে খেতে,
আমার স্পষ্ট মনে আছে।
আমি এসবের কিছুই ভুলি নি।
তুমি কি করে পারলে ভুলে যেতে???
স্মৃতি আর আমাকে।।
ভালোবাসার কি এতটাই ঘাটতি ছিল আমার???
আমি এখনোও মাঝে সাঁঝে বটতলায় বসি
এই আশায় যে,,,,,,
তুমি “মিথী” বলে ডাকবে।
তুমি আমায় বলেছিলে,
আমি যেন কবিতাকে না ছাড়ি।।।
আমার কবিতা নাকি তোমার হৃদয় ছুয়েঁ যায়।
আমি জানি না কতটুকু সত্য।
তবে,এখনো কবিতাকে আগলে রেখেছি
তোমার উপহার দেওয়া সব স্মৃতির মত।
এই ভেবে যে…….
তুমি কখন এসে বলবে,
মিথীলা!!
একটা কবিতা শুনাও
আজ আমার মন ভালো নেই।
তোমার কবিতা শুনে আমি
দীর্ঘশ্বাস নিবো।
আর আমি তোমার কথা শুনে
আমার সর্বোচ্চ আবেগ দিয়ে
একটা কবিতা আবৃত্তি করবো
যার শেষের লাইন হবে
” আমি তোমাকে ভালোবাসি”

Add to favorites
985 views