আলতা পায়ের সেই নির্মল চপলতা_
শিশিরে ভেজা ঘাস ফুলের লাজ কেঁড়ে
ভালোবাসার লালে রাঙিয়ে দিবে ভেবে_
আমি সারারাত ঘাস ফুলের শিশির হয়ে
তোমার প্রতীক্ষার প্রহর গুনলাম,
অথচ, তুমি এলে না;
এলো চপলতা বন্দীর আদিম শৃঙ্খল
তোমার নারী জনমের অপরাধে !
.
শৃঙ্খলের আঘাতে ক্ষতবিক্ষত আমি ও ঘাস ফুল
জং ধরা লৌহ শৃঙ্খলের কাঠিন্যতায়
তোমার ঘ্রাণ খুঁজতে গিয়ে
শুধু মানুষের সুঘ্রাণ পেয়ে-ই
গগণ ফাটা চীৎকার করে বলে উঠলাম_
–ছাড় ওকে ! মানুষ সে সবার আগে;
–আগে সে নারী কখন-ই নয় !
.
তারপর,
অভিশপ্ত শৃঙ্খলের ললাটে_
দিনবদলের জয়ধ্বনি সুরের
একটি বীজ বপন করে
অনন্ত হলাম আমি, তুমি আর
আমাদের প্রিয় ঘাস ফুল !
.
Copyright@ এ.বি.এম. জাকির হোসেন হেলাল।
16/10/2017; Dhaka.

Add to favorites
931 views