অবহেলিত পথিক -
আল-হাজেন মাহমুদ বাবু
Published on: আগস্ট 29, 2016
পৃথিবীটা বড় বৈচিত্রময়,বড় নির্মম…..
বৈচিত্রময় এই পৃথিবীর অসংখ্য মানুষের ভীড়ে আজ আমি অবহেলিত এক ভবঘুরে একলা পথিক।
নির্মমতা আমার জীবনের সমস্ত স্বপ্নসুখ,আশা-আকাঙ্খা আর কামনা-বাসনা গুলোকে দীর্নবিদীর্ণ করে নিক্ষেপ করেছে শহরের ঐ নোংড়া ডাষ্টবিনে।
হৃদয়ের লালিত কল্পিত প্রেম আজ আশাহীন অব্যক্ত বেদনায় বুক চিড়ে আর্তনাদ করে আর কান্না হয়ে বেড়িয়ে আসে বড় অস্থিরতায়।
হৃদয়ের মনিকোঠায় ব্যাখ্যাহীন অবজ্ঞা ঘৃনা আর নির্মম আঘাতে ঝরেছে অজস্র রক্ত;জমেছে বুকের ভেতর এক নিষ্ঠুর চাঁপা ব্যথা।হঠাৎ মাঝরাতে স্বপ্নের বিভোরে ভেসে উঠে সেই অবয়ব।
সকালে হলে হারিয়ে যায়…….
যদি দুঃখ গুলোকে ছুড়ে ফেলা যেত শহরের ঐ নোংড়া ডাষ্টবিনে নিজের মত করে।তবে হৃদয়ের সুখগুলোকে সুখ পাখি রূপে উড়িয়ে দিতাম অন্তহীন আকাশের নীল নীলিমায়….
যেখানে বৃষ্টির সাথে নীলিমার গভীর মিতালী।
আসলে আমি ছন্নছাড়া এক দুঃখী মানুষ, দুঃখই আমার নিত্যকালের সাথী।
তিল তিল করে গড়া দুঃখগুলোকে একত্রিত করে আজ বুকের ভেতর গড়েছি এক দুঃখের পাহাড়।
দুঃখগুলো একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি থেকে সঞ্চিত।
তাই দুঃখকে আজ আমি ভয় করি না……

Add to favorites
1,805 views