অব্যক্ত বাসনা -
Nasir Uddin Ahmed
Published on: নভেম্বর 20, 2020
মনের কথা ঠোঁট অবদি
আসেনাতো বাইরে
তোমার চিবুক বুকের গন্ধে
মাতাল আমি হায়রে।
তুমি থাক বরফ দেশে
হাজার ক্রোশ দূরে
আমি কেবল স্বপ্ন বুনি
ধৈর্য ব্যথায় মূরে।
হাতরে ফিরি দুরের তোমায়
মরিচিকার মতো
দাওনা সারা চুপটি থেকে
আর কাঁদাবে কতো?
তোমার চোখের নীলে আমি
খুজি আমার চাওয়া
আর কতদিন পরে তোমার
বদলাবে মন হাওয়া?
(Special for someone)

Add to favorites
126 views